
প্রকাশিত: Thu, Jul 6, 2023 10:35 PM আপডেট: Mon, May 12, 2025 9:29 PM
[১]শান্তি ফিরছে মণিপুরে [২]দুই মাস পর স্কুলমুখো শিশুরা
ইমরুল শাহেদ: [৩] জাতিগত সহিংসতায় বিধ্বস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য মণিপুরে বুধবার থেকে স্কুলমুখো হয়েছে শিশুরা। চুরাচান্দপুর জেলা ছাড়া অন্য জেলার স্কুলগুলোর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খুলেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
[৪] সেরা বন্ধু থাজা এবং সেলিনার জন্য এটি ছিল একটি বিশেষ দিন। দুই মাসেরও বেশি সময় একে অপরের সঙ্গে দেখা করতে পারেনি অষ্টম শ্রেণীর এই দুই ছাত্রী। বুধবার স্কুল খোলার প্রথম দিন ১৩ বছর বয়সি এই দুই ছাত্রীর পাশাপাশি তাদের ওয়াংখেই হাইস্কুলে সাকুল্যে ১১৩ জন পড়ুয়া এসেছিল। তাদের নিয়েই প্রথম দিন প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস হয়েছে। আগামী দিন ক্লাসের সংখ্যা বাড়বে। স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা ৮৭১। শিক্ষকদের আশা, সব ক্লাসে পঠনপাঠন শুরু হওয়ার পর ওয়াংখেই হাইস্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়বে।
[৫] এই ব্যাপারে ওয়াংখেই হাইস্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জিতা দেবী বলেন, ‘আমাদের আজকের উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম ছিল। অভিভাবকরা স্কুল খোলা আছে কি না, তা জানার জন্য আমাকে ফোন করছেন। আমি জানিয়েছে, হ্যাঁ স্কুল খুলেছ। তবে, এখনও অনেকের মনে ভয় আছে। বিশেষ করে যাঁরা ইম্ফলের চৌহদ্দিতে থাকেন। অনেক অভিভাবকেরই বক্তব্য, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে তাঁরা শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।’
[৬] প্রধান শিক্ষিকা বলেন, ‘আমাদের স্কুলে অভিভাবক এবং পড়ুয়াদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কোনও বিজ্ঞপ্তি থাকলে সাধারণত, আমরা সেই গ্রুপে দিয়ে দিই। কিন্তু ইন্টারনেটে নিষেধাজ্ঞার জন্য এবার আমরা অভিভাবকদের কাছে বিজ্ঞপ্তি ঠিকমতো পাঠাতে পারিনি। তাদের আশ্বস্ত করতে পারিনি। আর, তার জন্যই প্রথম দিন পড়ুয়ার সংখ্যা এত কম হল। আমি অভিভাবকদের বলেছি, ভয়ের কিছু নেই। অন্য বাচ্চারা এসেছে। আশা করি, আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গেই স্কুলে পড়ুয়াদের সংখ্যা আগের মতই বাড়বে।’ সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
